ইউ এস বাংলা এসোসিয়েশানের নতুন কমিটির অভিষেক ও এপ্রিসিয়েশান ডিনার নাইট অনুষ্ঠিত।

হলিউড বাংলা নিউজঃ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন US Bangla Association এর নতুন কমিটির অভিষেক ও Appreciation Dinner Night অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে লোমালিন্ডা সিটি হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রবাসি বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের লোকজন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সন্ধা ৬টায় শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত।

নতুন কমিটির পরিচিতি, জনপ্রিয় শিল্পীবৃন্দের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা, জোক্‌স ও কবিতা আবৃত্তি উপস্থিত অতিথিরা মনযোগ সহকারে উপভোগ করেন। আমণ্ত্রিত অতিথিদের মধ্যে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রাখেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অন্যতম ছিলেন ডাঃ রুবি হোসেন, শওকত আলম, মাহদি সাবিন সেলিম, মিল্টন বৈদ্য, রেখা চৌধুরী, ফারহানা আলম রানা। উল্লেখ্য, এবারে ইউ এস বাংলা এসোসিয়েশান এর নতুন কমিটিতে যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তারা হলেন জনাব ইফতেখার মাহমুদ(সভাপতি), জনাব নিজাম ইসলাম(সাধারণ সম্পাদক), উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হয়েছেন জনাব জনাব কায়সার আহমেদ, ইসমাইল হোসেন, আহসান হক দিপু, সজীব ইফতি, রশনি আলম, কামরুল ইসলাম ভূইয়া, মোঃ হোসেন রচি। বোর্ড অব ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন খায়রুজ্জামান মামুন। অনুষ্ঠানের মধ্য বিরতিতে অতিথিদের সম্মানে সুস্বাদু রাতের খাবার পরিবেশন করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *