লস এঞ্জেলেসে নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সাজিয়া হক মিমির জয়লাভ।

হলিউড বাংলা নিউজঃ সাজিয়া হক মিমি। প্রবাসী বাংলাদেশী, সুদীর্ঘ দিন ধরে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বসবাস করে আসছেন। তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী এ কমিউনিটি নেতা জনাব সায়দুল হক সেন্টু। সাজিয়া হক মিমি লস এঞ্জেলেসে বাংলাদেশী আমেরিকান কমিউনিটিতে সকলের পরিচিত। শিক্ষিত, আধুনিক মননশীল ও উদ্দমি এক নারী। তার রয়েছে নানাবিধ পরিচয়। তিনি ভীষণ সাংস্কৃতিমনা, জনপ্রিয় উপস্থাপিকা, অভিনয় শিল্পী সহ নানা গুণে গুনান্বিত। বাংলাদেশী আমেরিকান প্রবাসীরা যে জায়গাটিতে অনেক পিছিয়ে(আমেরিকার মুল ধারার রাজনীতিতে), এবার সাজিয়া হক মিমি সেই জায়গাটিতে সাফল্য এনে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। গত ৪ই মে লস এঞ্জেলেসে কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত ১২ই মে সরকারি ভাবে এর ফলাফল ঘোষনা করা হয়েছে। নির্বাচনে জয় লাভের পর উচ্ছসিত মিমি নির্বাচন কালীন সহযোগীতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচনে জয় লাভের পর এ প্রতিক্রিয়ায়  আমাদের হলিউড বাংলা নিউজ কে তিনি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে তার দায়িত্বের জায়গা থেকে যতটুকু করণীয় তার সবটুকুই তিনি করার সর্বত্মক চেষ্টা করবেন। তিনি আরো আশা প্রকাশ করেন যে তার এই নির্বাচনী বিজয় থেকে উদ্ধুদ্ধ হয়ে ভবিষ্যতে কমিউনিটির আরো অনেকেই আমেরিকার মুল ধারার রাজনীতির দিকে ধাবিত হবেন এবং কমিউনিটির কল্যাণে এগিয়ে আসবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *