“বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন অব ক্যালিফোর্নিয়া” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।

হলিউড বাংলা নিউজঃ খেলাধুলা মানুষকে প্রান চঞ্চল করে, খেলাধুলা মানুষের যান্ত্রিক জীবনে প্রশান্তি বয়ে আনে, তাই খেলাধুলার গুরুত্বকে উপলব্দি করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশী মিলে গঠন করেছেন “বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন অব ক্যালিফোর্নিয়া” নামে নতুন এই সংগঠন। গত ১৯শে মার্চ রোজ রবিবার সংগঠনের সদস্য কামরুল ভূইয়ার বাসভবনে এক অনাড়ম্বরপূর্ণ পরিবেশে এর আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হয়। প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আট জনের নাম ঘোষনা করা হয়। তারা হলেন, জনাব কামরুল ভূইয়া, জনাব ইঞ্জিঃ শহীদ আলম, জনাব ইফতেখার মাহমুদ, রশনী আলম, জনাব সাহেদ রহমান, জনাব দিপু, জনাব আসাদ জামান রাসেল, জনাব সুজা।বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন অব ক্যালিফোর্নিয়া গঠনের উদ্দেশ্য গুলির মোধ্য অল্যতম হলো, ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশী কমিউনিটিকে খেলাধুলার মাধ্যমকে কাজে লাগিয়ে আরো কাছাকাছি নিয়ে আসা। নতুন এই সংগঠনের অন্যতম মুখপাত্র জনাব কামরুল ভূইয়া হলিউড বাংলা প্রতিনিধিতকে বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের কমিউনিটিকে অনেক ক্রীড়া বিনোদন উপহার দিব এবং ভবিষ্যতে সদস্য সংখ্যা আরো বাড়ানো হবে। বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন অব ক্যালিফোর্নিয়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যান্য যে সংগঠন গুলি আছে তাদের সংগে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ভবিষ্যৎ দিনগুলোতে কাজ করে যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *