পারমাণবিক হামলা থেকে রক্ষায় প্রতিরক্ষাব্যবস্থা চালুর ঘোষণা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৩ মার্চ। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুমপারমাণবিক হামলায়ও রক্ষা পাবে যুক্তরাষ্ট্র
যেকোনো পারমাণবিক হামলা থেকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র কৌশলগত প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে। এটা ‘স্টার ওয়ার্স’ নামে পরিচিত। ১৯৮৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এই প্রতিরক্ষাব্যবস্থার কথা ঘোষণা করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯১১ সালে ইলিনয় অঙ্গরাজ্যে জন্ম নেওয়া রোনাল্ড রিগ্যান ২০০৪ সালের ৫ জুন মারা যান।ইবোলা ভাইরাস শনাক্তপ্রথম ইবোলা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় আফ্রিকার দেশ গিনিতে। ২০১৪ সালের এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইবোলা শনাক্তের ঘোষণা দেয়। ইবোলায় পশ্চিম আফ্রিকায় প্রায় ১১ হাজার মানুষের মৃত্যু হয়। 

জনসমক্ষে লিফট চালু

বহুতল ভবনে ওঠানামায় লিফটের বিকল্প নেই। বিশ্বে প্রথম লিফট চালু হয় ১৮৫৭ সালের এই দিনে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ভবনে এই লিফট চালু করা হয়। এর মধ্য দিয়ে জনসমক্ষে আসে বহুতল ভবনে সহজে ওঠানামা করার এই যন্ত্র। বাষ্পীয় ইঞ্জিনে চালিত এই লিফটের নকশা করেছিলেন এলিসা ওটিস।

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস

২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস। ১৯৫৬ সালের এই দিনে দেশটিকে সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে ইসলামিক প্রজাতন্ত্র হয় পাকিস্তান।

দৌড়বিদ মো ফারাহর জন্ম

ব্রিটিশ–সোমালিয়ান দৌড়বিদ মো ফারাহ ১৯৮৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। অলিম্পিকে ৫ হাজার মিটার ও ১০ হাজার মিটার দৌড়ে চারটি সোনা জিতেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *