ক্রিপ্টোকারেন্সি কিনতে উৎসাহিত করায় তারকাদের বিরুদ্ধেও মামলা

লিন্ডসে লোহান, অ্যাকন, সোলজা বয়দের মতো তারকাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তথ্য গোপন করে ক্রিপ্টোকারেন্সি ক্রয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করেছেন।
চীনের উদ্যোক্তা জাস্টিন সানের বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়ে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি বিক্রির অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি বিশ্বখ্যাত কয়েকজন তারকাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা।

বুধবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জাস্টিন সানকে প্রতারণার দায়ে অভিযুক্ত করে। একই সঙ্গে অভিনেত্রী লিন্ডসে লোহান, র‌্যাপার অ্যাকন, সোলজা বয়সহ বিনোদনজগতের অনেক তারকার বিরুদ্ধে বেআইনিভাবে ডিজিটাল মুদ্রা ক্রয়ে মানুষকে উৎসাহিত করার অভিযোগও তোলে সংস্থাটি।এসইসির অভিযোগে বলা হয়, সান এবং তাঁর ট্রন ফাউন্ডেশন, বিটটরেন্ট ফাউন্ডেশন ও রেইনবেরি কোম্পানি কয়েক কোটি ট্রনিক্স (টিআরএক্স) আর বিটটরেন্ট ক্রিপ্টো অ্যাসেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাজারে ছেড়েছেন। এ ছাড়া সানের বিরুদ্ধে ব্যবসার পরিমাণ ফুলিয়ে–ফাঁপিয়ে প্রচার করার অভিযোগও তুলেছে এসইসি।

লিন্ডসে লোহান, অ্যাকন ও সোলজা বয়দের বিরুদ্ধে মূল অভিযোগ, তাঁরা যে ক্রিপ্টো কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়েছেন, তা প্রকাশ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরএক্স ও বিটিটির গুণকীর্তন করেছেন। তাতে অনেকেই ধরে নিয়েছেন, বিশ্বখ্যাত এই তারকারা সত্যিই ক্রিপ্টো কিনে উপকৃত হয়েছেন। সুতরাং অন্যরাও কিনলে ক্ষতির কোনো আশঙ্কা নেই। এভাবে তথ্য গোপন করে অন্যদের প্রভাবিত করার কারণে তারকাদের বিরুদ্ধেও কার্যত প্রতারণার অভিযোগই তুলেছে এসইসি।অভিযোগপত্রে এসইসি দাবি করেছে, সানের কার্যক্রমের কারণে তাঁর প্রতিষ্ঠানগুলো কয়েক কোটি ডলারের অবৈধ মুনাফা করেছে।এক বিবৃতিতে এসইসির চেয়ারপারসন ক্যাগরি গেন্সলার বলেছেন, ‘পর্যাপ্ত তথ্য ছাড়া ক্রিপ্টো অ্যাসেটের প্রচার ও বিক্রয়ে বিনিয়োগকারীদের জন্য যে উচ্চমাত্রার ঝুঁকি থাকে, এ মামলা তার আরেকটি উৎকৃষ্ট উদাহরণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *