মাইক পেন্সের বাড়ি থেকে আরও গোপন নথি উদ্ধার

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে আরও রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার পেন্সের বাড়িতে অভিযান চালিয়ে এসব নথি উদ্ধার করেন দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের সদস্যরা।

এর আগে গত মাসের শেষের দিকে পেন্সের বাড়ি থেকে প্রথম দফায় রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছিল। দুই সপ্তাহের মাথায় পেন্সের বাড়ি থেকে আবারও গোপন নথি উদ্ধারের ঘটনা ঘটল।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকেও রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। তদন্ত চলছে বাইডেন ও ট্রাম্পের বিরুদ্ধে।

মাইক পেন্সের মুখপাত্র ডেভিন ও’ম্যালে এক বিবৃতিতে জানান, পেন্সের অনুমতি সাপেক্ষে তাঁর ইন্ডিয়ানার কারমেলের বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালান এফবিআইয়ের সদস্যরা। এ সময় বাড়িতে কিছু রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া যায়।এর আগে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, ২০২১ সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসার সময় ভুলবশত বাক্সে করে গোপন নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স। পরে প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিত করেছেন তিনি।

তবে পেন্সের বাড়ি থেকে উদ্ধার করা রাষ্ট্রীয় গোপন নথিতে কী ধরনের তথ্য আছে কিংবা এগুলোর গোপনীয়তার মাত্রা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *