বলসোনারো–ট্রাম্পকে নিয়ে টিপ্পনি কাটলেন লুলা–বাইডেন

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক নতুন করে শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। বিশেষ করে একসঙ্গে দেশ দুটির গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার ওপর জোর দিয়েছেন তাঁরা।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সেখানেই তাঁরা এমন প্রতিশ্রুতি দেন।গত জানুয়ারির শুরুতেই ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লুলা দা সিলভা। এরপর তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর এটা। সফরের সময় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের যেসব লক্ষ্যের মিল রয়েছে, সেগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। আর বাইডেন জানিয়েছেন, ভবিষ্যতে তিনিও ব্রাজিল সফরে যাবেন।

বৈঠকে লুলা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর দিকে ইঙ্গিত করে বলেন, সাবেক প্রেসিডেন্টের জগৎটা শুরু ও শেষ হতো সকাল, বিকেল ও রাতে ভুয়া খবর দিয়ে। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘বিষয়টা আমার চেনা চেনা লাগছে।’ ট্রাম্পের সঙ্গে বেশ সুসম্পর্ক ছিল বলসোনারোর।লুলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিন পর গত ৮ জানুয়ারি ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালান বলসোনারোর সমর্থকেরা। তাঁদের দাবি ছিল, প্রেসিডেন্টের পদ থেকে লুলাকে সরিয়ে দেওয়া। ২০২১ সালের ৬ জানুয়ারি বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে একই ধরনের দাবি নিয়ে হামলা চালিয়েছিলেন ট্রাম্পের উগ্র সমর্থকেরা।

শুক্রবারের বৈঠকে বাইডেন বলেন, ‘আমাদের দুই দেশেই শক্তিশালী গণতন্ত্র পরীক্ষিত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিল, দুই দেশেই গণতন্ত্রের জয় হয়েছে।’ এ সময় মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে লুলা বলেন, ‘আমাদের কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। এর মধ্যে প্রথমটি হলো গণতন্ত্রবিরোধীদের আর কোনো হামলার সুযোগ না দেওয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *