রাজধানীতে ট্রাকের ধাক্কায় বাপেক্স কর্মকর্তা নিহত

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সহকারী ব্যবস্থাপক আখলাক হোসেন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোন্তাজ আলী প্রথম আলোকে বলেন, আজ বিকেলে আখলাক হোসেন ভাড়ার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি তেজগাঁওয়ের বিজি প্রেস ভবনের সামনে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।পরে আখলাককে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ওই হাসপাতালের মর্গে আখলাকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মোন্তাজ আলী বলেন, আখলাকের মৃত্যুর ঘটনায় জড়িত ট্রাকটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *