বিএনপির পদযাত্রা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যকে ‘অদ্ভুত’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে বলছে বিএনপির পদযাত্রা নাকি মরণযাত্রা। অদ্ভুত! এ ধরনের কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা এবং তামাশা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ওই আলোচনা সভার আয়োজন করে।গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ দুপুরে ঢাকায় পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। তাদের এই কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সব পদযাত্রা এখন পেছন যাত্রায় পরিণত হয়েছে। আমি বলি, এটা মরণযাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনেও তাদের মরণ হবে, রাজনৈতিক মরণ।’
ওবায়দুল কাদেরের নাম উল্লেখ না করে তাঁর বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এটা তামাশা নয়। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ৯৯ শতাংশ মানুষ চায় আওয়ামী লীগের বিদায় হোক। তারা প্রতারণা করে, ছলচাতুরি করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।’ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার জন্য নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দায়িত্ব হচ্ছে মানুষকে সংগঠিত করে রাজপথে নিয়ে আসা। অন্য কোনো উপায় নেই। উপায় একটাই, জনগণকে সম্পৃক্ত করে জনগণের অভ্যুত্থানে এই সরকারকে বিদায় করা।’ তিনি পেশাজীবী ও মধ্যবিত্তদের প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান।সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিএনপির ১০ দফার মূল কথা হলো ‘বিদায় হও, অনেক হয়েছে।’ এখানে যেসব দাবি তোলা হয়েছে সেগুলো হলো জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার ও নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন দিতে হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালের আগের আওয়ামী লীগ এবং পরের আওয়ামী লীগ ভিন্ন। তারা একসময় গণতান্ত্রিক লড়াই করেছে। কিন্তু স্বাধীনতার পর থেকে তারা জনগণের অধিকার হরণ করে নিজেদের শাসন পাকাপোক্ত করার জন্য কাজ করেছে। স্বাধীনতার পর তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ কোনোভাবেই গণতান্ত্রিক দল নয়।
