বছরে কত খরচ পিএসজির

খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ায় কোন ক্লাবের খরচ সবচেয়ে বেশি? উত্তরে আঙুল যে পিএসজির দিকে চলে যায়, তা মোটামুটি সবাই জানেন। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মোট পারিশ্রমিকই তো এক মৌসুমে খরচের সামর্থ্য রাখে না ইউরোপের অনেক ক্লাব। ক্লাবটিতে আরও তারকা আছেন। সব মিলিয়ে খেলোয়াড়দের পারিশ্রমিকে পিএসজির প্রতিবছরের খরচ (গত মৌসুমে) ৬৪ কোটি ৩০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ২০২ কোটি ৬৪ লাখ টাকা)।২০২১–২২ মৌসুম শুরুর আগে মেসি, সের্হিও রামোস, আশরাফ হাকিমি, দোন্নারুম্মা, জর্জিও ভাইনালদামদের উড়িয়ে এনেছে পিএসজি। এতে পারিশ্রমিক ৪৫ শতাংশ বেড়েছে প্যারিসের ক্লাবটির। মেসি গত মৌসুমে আয় করেছেন প্রায় ২০ কোটি ৫৬ লাখ পাউন্ড।

খেলাধুলার তথ্যবিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ফুটবল বেঞ্চমার্ক’ আজ ইউরোপিয়ান চ্যাম্পিয়নস প্রতিবেদনের ৭ম সংস্করণ প্রকাশ করে এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি নিজেদের হিসাবে দাবি করেছে, ২০২১–২২ মৌসুমে খেলোয়াড়দের পারিশ্রমিকে পিএসজি যে পরিমাণ অর্থ খরচ করেছে, ক্লাব ফুটবলের ইতিহাসে তা সর্বোচ্চ।ঠিক এ কারণেই ২০২১–২২ মৌসুমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে পিএসজি। ফুটবল বেঞ্চমার্ক হিসাব কষে জানিয়েছে, হালনাগাদ আর্থিক হিসাব অনুযায়ী, প্রায় ৩২ কোটি ৬০ লাখ পাউন্ড লোকসান হয়েছে ক্লাবটির। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৪ হাজার ১৫৮ কোটি ৭২ লাখ টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন গত বছর অক্টোবরেই পিএসজির এই আর্থিক ক্ষতির আগাম ভবিষ্যদ্বাণী করেছিল। তখন সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ ৩১ কোটি ৭০ লাখ পাউন্ড ধরেছিল সংবাদমাধ্যমটি। ফুটবল বেঞ্চমার্কের হিসাব অনুযায়ী অঙ্কটা আরও বেশি।গত সেপ্টেম্বরে আর্থিক সংগতিনীতি (এফএফপি) ভাঙায় পিএসজিকে ৫ কোটি ৬০ লাখ পাউন্ড জরিমানা করেছিল উয়েফা। এর মধ্যে ৯ মিলিয়ন পাউন্ড পুরোপুরি দিতে হয়েছে উয়েফাকে। জরিমানার বাকি অঙ্ক আর্থিক সংগতিনীতি মানার মাধ্যমে ভবিষ্যতে ঠিক করে নেবে দুই পক্ষ—জানিয়েছে সংবাদমাধ্যম।

গত মৌসুমে পিএসজি যেহেতু খেলোয়াড়দের পারিশ্রমিকে নতুন ইতিহাস গড়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কোন দলের খরচের ইতিহাসকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ল পিএসজি?বার্সেলোনা। হ্যাঁ, ২০১৯ সালে যখন মেসি ক্যাম্প ন্যুতে, সে মৌসুমে খেলোয়াড়দের পারিশ্রমিকে ৪৭ কোটি ৮০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১১০ কোটি টাকা) খরচ করেছিল বার্সা। সেই অঙ্কটা গত মৌসুমের খরচে পেছনে ফেলেছে পিএসজি। এই খাতে তৃতীয় সর্বোচ্চ খরচের রেকর্ডও বার্সার—২০১৮ সালে খেলোয়াড়দের পারিশ্রমিকে ৪৬ কোটি ৬০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৯৫৬ কোটি টাকা) খরচ করেছিল বার্সা।

ফুটবল বেঞ্চমার্ক জানিয়েছে, সর্বকালের সর্বোচ্চ (খেলোয়াড়দের পারিশ্রমিকে) খরচের শীর্ষ আটে পাঁচবারই জায়গা করে নিয়েছে বার্সা, আর সেটিও গত পাঁচ বছরে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *