হ-বাংলা নিউজঃ
সুব্রত চৌধুরী-
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে “ইংরেজি নববর্ষ – ২০২৬” বরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি।
এ উপলক্ষে ৩১ ডিসেম্বর, ২০২৫, বুধবার সন্ধ্যায় সিটির ২৭০৯ ,ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার”এ অনুষ্ঠিত নববর্ষ বরণ অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়,কথামালা,কবিতা আবৃত্তি ইত্যাদি ।
অনুষ্ঠানে প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী ।
মোঃ বেলাল উদ্দিন এর সঞ্চালনায় ও জহিরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান আব্দুর রফিক,রওশনউদদীন,রফিক ইসলাম মাহমুদ, মো. আইউব, গিয়াস উদ্দীন পাঠান, নূরুন্নবী চৌধুরী শামীম, মনিরুজ্জামান মনির, বেলাল হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ ।
অনুষ্ঠানে সুধীজনদের সাথে নিয়ে বিএএসজে নেতৃবৃন্দ নববর্ষের কেক কাটেন ।এসময় সবাই ভেঁপু বাজিয়ে, উল্লাস ধ্বনি করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক প্রবাসী বাংলাদেশিদেরকে ইংরেজি নববর্ষ বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
