আটলান্টিক সিটির পুনঃনির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়র শপথ নিলেন 

হ-বাংলা নিউজ:

সুব্রত চৌধুরী- 

গত পহেলা জানুয়ারি,বৃহস্পতিবার নিউ জারসি রাজ্যে আটলান্টিক সিটির পুনঃনির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়র এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেছেন ।

পহেলা জানুয়ারি দুপুরে আটলান্টিক সিটির অল ওয়ার মেমোরিয়াল ভবনে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শপথ অনুষ্ঠানের সূচনা হয়।

প্রখ‍্যাত অ্যাটর্নি লুইস বারবোন মেয়র মার্টি স্মল সিনিয়রকে শপথ বাক্য পাঠ করান। এরপর কাউন্সিল এট লারজ স্টিফানি মার্শাল,
প‍্যাটিসিয়া বেইলি ও প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিল এট
লারজ সোহেল আহমেদ শপথ গ্রহণ করেন ।

শপথ গ্রহণ শেষে মেয়র মার্টি স্মল সিনিয়র তাঁর বক্তব্যে তাঁকে পুনঃনির্বাচিত করায় বাংলাদেশি কমিউনিটি সহ সিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান ।
মাননীয় মেয়র ও তাঁর স্ত্রী সারা মিলনায়তন ঘুরে ঘুরে সুধীজনদের সাথে কুশল বিনিময় করেন ।

প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ শপথ গ্রহণ শেষে তাঁর বক্তৃতায় দক্ষিণ এশীয় কমিউনিটি
সহ সিটির অন্যান্য কমিউনিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তার দায়িত্ব পালনকালীন সময়ে তাদের সবার সহযোগিতা কামনা করেন ।

অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক,
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *