বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ

হ-বাংলা নিউজ:

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ১১ জানুয়ারী রোববার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন‍্যান‍্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী,  আবুল কাশেম চৌধুরী ও হাছান খান।

সভায় আগামী পহেলা মার্চ রোববার বাংলাদেশ সোসাইটির বার্ষিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজনকে সফল করতে সংগঠনের সহ-সভাপতি কামরুজ্জামান কামরুলকে আহবায়ক ও সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন যুগ্ম আহবায়ক স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), যুগ্ম সদস্য সচিব কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডিউক খানকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে দিবসটি উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় গত সাধারণ সভা কে কেন্দ্র করে কয়েকটি পত্রিকায় প্রকাশিত ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করায় তার প্রতিবাদ জানানো হয়। একই সাথে সকল গণমাধ্যমকে নির্ভুল ভাবে সত্য তুলে ধরার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়। সোসাইটির কর্মকর্তারা বলেন আমরা চাই আমাদের ভুল ত্রুটি তুলে ধরে গঠনমূলক সমালোচনা হোক যাতে করে আমরা সোসাইটির প্রতি আরো বেশি দায়বদ্ধ থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *