ছবিটি পোস্ট করে মাহিয়া মাহি লিখেছেন, ‘খুব বেশি ভালোবাসা চাই না, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিয়ো, মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো… খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিয়ো, টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল; বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে, সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো, বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’
