নিউ জার্সি ষ্টেট (সাউথ) বিএনপি এর উদ‍্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে স্মরণ সভা ও  দোয়া মাহফিল

হ-বাংলা নিউজঃ

সুব্রত চৌধুরী-

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ছয় জানুয়ারি, মংগলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ জার্সি ষ্টেট (সাউথ) বিএনপি এর উদ‍্যোগে ওইদিন রাতে 
বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গিয়াসউদদীন পাঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সাখাওয়াৎ হোসেন এর সঞ্চালনায় ও মোঃ দিদার এর সভাপতিত্বে  
জহিরুল ইসলাম বাবুল, এম রহমান বাবুল,এম এইচ রেজা,জহিরুল ইসলাম সেন্টু, মোসাদ্দেকুল মওলা, নাসিরউদ্দীন শিকদার, গিয়াসউদদীন পাঠান, মোঃ মামুন, এম আই কায়সার, মোঃ আইউব,মোঃ ইকবাল,ফুয়াদ হাসান, সাঈদ হাসান, নুরুল আনোয়ার , মোঃ ইয়াসিন, মোঃ রফিক প্রমুখ খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তাঁর পরিবার, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি ,বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত  করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আবদুল হাই।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ছাড়াও দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক  প্রবাসীও মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ায় শরীক হন।  

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানস্থলে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *