বাংলাদেশে  সংঘটিত সংবাদপত্র ছায়ানট ও উদীচী অফিসে অফিসে হামলা ও আগুন, দিপু দাস ও শিশু আয়েশা কে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে  আটলান্টা শহরে প্রতিবাদী কবিতা ও গান। 

হ-বাংলা নিউজঃ

 আটলান্টা থেকে রাশেদ চৌধুরী-

মানবতার জয় হোক !! এই বিশ্বাসে গত ২৭ ডিসেম্বর ২০২৫ জর্জিয়ার ডোরাভিল সিটির বিওফোর্ড হাইওয়ের দেশি স্ট্রিট রেষ্টুরেন্টে সম্প্রতি বাংলাদেশে সংবাদপত্র,ছায়ানট ও উদীচীর কার্য্যালয়ে আগুন সন্ত্রাস দিপু দাস ও শিশু আয়শাকে পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে আয়োজিত হলো গান ও কবিতার মাধ্যমে প্রতিবাদ অনুষ্ঠান “শব্দের অগ্নিবানে ঘুচাবো রাতের আঁধার” আলোচনা ও গান – কবিতায় উঠে এসেছে মানুষ ও মানবতার কথা / তুমি হিন্দু মারো, তুমি মুসলমান মারো, তুমি শিশু হত্যা করো, তুমি সংবাদপত্র পুড়িয়ে দাও এই সব কিছুই দেশ ও জাতির শত্রু। ধর্মীয় মৌলবাদ স্বাধীনতা, জাতি-ধর্মের সম্প্রীতির জন্য কখনোই অনুকূল যে নয় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোই তার প্রমান। কবি ও আবৃত্তি কর্মী রাশেদ চৌধুরীর উপস্থাপনায় কেন ও কি কারণে আজকের এই আয়োজন তা নিয়ে আলোচনা করেন কবি উৎপল দত্ত। প্রতিবাদী আলোচনা,কবিতা পাঠ ও আবৃত্তি করেন মুক্তিযোদ্ধা কবি শেলী শাহাবুদ্দিন, মীর মজিবুর রহমান, নাসির আহমেদ,পঙ্কজ দাস,জয়িতা চক্রবর্তী, রিপন দাস, ইলা চন্দ, আদ্রিকা চৌধুরী, সোহানা তুলি, মিত্র বণিক, দিলু মাওলা, স্বপন মন্ডল, কাকলি বিশেষ, উৎপল দত্ত। গানে অংশ নেন উদীচী শিল্পী গোষ্ঠী জর্জিয়া শাখার শিল্পীবৃন্দ। একক গান করেন গোলাম মহিউদ্দিন, রুবিনা শম্পা, শক্তি রায়, অশোক সরকার, হোসনে আরা বিন্দু, স্নিগ্ধা দত্ত ও মোহাম্মদ আদিল। নতুন প্রজন্মের তরুণ দীপ চৌধুরী বর্তমান সময়কে তুলে ধরে তার অনুভূতির কথা ব্যক্ত করেন।

সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতি যেন হয় বাংলাদেশ তথা বিশ্বের আলোক বর্তিকা এই আশাবাদ নিয়েই সমাপ্তি ঘটে গান ও কবিতার প্রতিবাদ অনুষ্ঠান “শব্দের অগ্নিবানে ঘুচাবো রাতের আঁধার”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *