ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আদালতের রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের তীব্র প্রতিবাদ

হ-বাংলা নিউজঃ 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কোনোভাবেই বিস্ময়কর নয়। এই বিচারটি অনুষ্ঠিত হয়েছে এমন একটি ট্রাইব্যুনালে যা অবৈধ, এবং ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে যে শাসনব্যবস্থা নিজেই অসাংবিধানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। একই আদর্শের বিচারক, জুরি ও প্রসিকিউটর দ্বারা পরিচালিত এক প্রহসনের আদালতে এই সাজানো রায় দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পূর্ববর্তী পুরো প্রহসনমূলক প্রক্রিয়া ছিল শুধু রাজনৈতিক প্রতিহিংসা—যা চাপিয়ে দিয়েছে ইউনুসের স্বৈরাচারী, ফ্যাসিবাদী শাসন, যার পেছনে রয়েছে উগ্র ইসলামী সংগঠন জামাত, হিযবুত তাহরীর এবং সুযোগসন্ধানী বিএনপি।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ এবং এর সব রাজ্য শাখা এই রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং আবারও অঙ্গীকার করছে যে প্রতারণা ও ভয়ভীতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা ফ্যাসিস্ট ইউনূসের এই দমনমূলক শাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম চালিয়ে যাব।

আমরা বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের নিঃশর্ত আনুগত্য পুনর্ব্যক্ত করছি এবং ইউনুসের শাসনযন্ত্রের দ্বারা বাংলাদেশের অসহায় মানুষের ওপর নেমে আসা নির্যাতনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার শপথ করছি।

নিবেদনে,

ডঃ নুরুন নবী – সভাপতি
রানা হাসান মাহমুদ – সাধারন সম্পাদক
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *