আটলান্টিক সিটিতে নির্বাচনী  বিজয় সমাবেশ 

হ-বাংলা নিউজঃ 

সুব্রত চৌধুরী-

নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ঊনিশ নভেম্বর, বুধবার  বিকেলে বাংলাদেশ  কমিউনিটি সেন্টারে নির্বাচনী বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সম্প্রতি অনুষ্ঠিত সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ এর উদ্যোগে অনুষ্ঠিত বিজয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটির পুন:নির্বাচিত মেয়র  মার্টি স্মল সিনিয়র ।

 অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন এর মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা ,সংগীত অনুষ্ঠান ও  প্রীতিভোজ ।

বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান, সোহেল আহমেদ,বেংগল ক্লাবের সহ-সভাপতি আরিফ মাহমুদ লিমন,

কলিন্স ডেইস সিনিয়র, স্টিফেনি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি, কনস্টেনস চ‍্যাপম‍্যান প্রমুখ ।

অনুষ্ঠানে বক্তারা বিগত  নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ঐক্যবদ্ধভাবে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল এর প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান  এবং ভবিষ্যতেও এই  ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার ও জয়ন্ত সিনহা ।

বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন এই নির্বাচনী  বিজয় সমাবেশে অংশগ্রহণ করেন ।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *