লংবীচ কাইট ফেস্টিভ্যাল ২০২৬ এর তারিখ ঘোষণা(১৬ই আগস্ট, রবিবার), আন্তর্জাতিক মানের উৎসবে রুপ দেওয়ার অঙ্গীকার আয়োজকদের।

হ-বাংলা নিউজঃ

খায়রুজ্জামান মামুনঃ লস এঞ্জেলস এর প্রবাসী বাংলাদেশি এবং অন্যান্য জাতি ধর্মের লোকজনের মাঝে অত্যন্ত জনপ্রিয় লংবীচের ঐতিহ্যবাহী “ঘুড়ি উৎসব”।প্রতি বছর আগস্টের তৃতীয় সপ্তাহে রবিবার প্রশান্ত মহাসাগরের তীরে লংবীচের গ্রানাডা বীচে অত‍্যন্ত জাকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এটি অনুষ্ঠিত করে থাকে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ফ‍্যাসিফিক কাইট ক্লাব নামের একটি সংগঠন। তারই ধারাবাহিকতায় এবছর (২০২৫) অত‍্যন্ত সফলভাবে লংবীচ কাইট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার পর আগামী বছরের ১৬ই আগস্ট, ২০২৬, রোজ রবিবার লংবীচ কাইট ফেস্টিভ্যাল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। আয়োজক সংগঠন ফ‍্যাসিফিক কাইট ক্লাবের মুখপাত্র জনাব সাইদ আবেদ নিপু ও ওমর হাসান মামুন আমাদের জানিয়েছেন যে এবছর লংবীচ কাইট ফেস্টিভ্যালের জন সমাগম দেখে তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং তারই অনুপ্রেরণায় আগামী বছর তারা আরো বড় পরিসরে এই ফেস্টিভ্যাল আয়োজনের জন‍্য প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ থেকে তারা এবার হাজারের অধিক ঘুড়ি ও মাজা দেওয়া সুতা, লাটাই আনার জন‍্য আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছেন। ফেস্টিভ্যালে আগত শিশু কিশোরদের জন্য এবছরের ন‍্যায় আগামীতেও বিনামূল্যে ব‍্যকাপ‍্যাক বিতরণ করা হবে। আমন্ত্রণ জানানো হবে বাহারি রকমের স্টল। থাকবে দেশী বিদেশী গায়ক গায়িকা। নতুন ডিজাইনের টি-শার্ট আনা হবে বাংলাদেশ থেকে।লংবীচ কাইট ফেস্টিভ্যালকে আন্তর্জাতিক মানের উৎসব হিসাবে রুপ দওয়ার জন‍্য এবছর ভিনদেশি নাগরিকদের আরো বেশি সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সবকিছু মিলিয়ে ২০২৬ এর লংবীচ কাইট ফেস্টিভ্যাল হবে অতীতের যেকোনো বছরের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় এবং বর্ণিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *