১৫ অক্টোবর, বুধবার বেংগল ক্লাবের শারদীয় পূজা পুনর্মিলনী অনুষ্ঠান 

হ-বাংলা নিউজঃ

সুব্রত চৌধুরী- 

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বেংগল ক্লাবের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর, বুধবার শারদীয় দুর্গাপূজা পরবর্তী পূজা পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

সিটির ২৭২১ আর্কটিক এভিনিউতে অবস্থিত বেংগল ক্লাব

ভবনের মিলনায়তনে ওইদিন সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠেয় পূজা পুনর্মিলনীর বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সুধী সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা,পুজোর ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ইত্যাদি।

এই আয়োজন প্রসঙ্গে বেংগল ক্লাবের সাধারণ সম্পাদক 

কাজল সরকার জানান, দুর্গাপূজার মাধ্যমে যে আনন্দ এবং একতার চেতনা তৈরি হয়েছে সেই চেতনাকে আরও দৃঢ় করা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার  লক্ষ্যে তাদের এই আয়োজন।

বেংগল ক্লাবের সভাপতি রানা কবির ও সাধারণ সম্পাদক কাজল সরকার, ক্লাব কর্মকর্তা জয়দেব কর্মকার, সুরজিত চৌধুরী মিলটন,মৃদুল চক্রবর্তী,বাদল বাড়ৈ সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা পূজা পুনর্মিলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *