হ-বাংলা নিউজঃ
সুব্রত চৌধুরী-
কানাডার টরন্টো শহরে ধর বাড়ির দুর্গাপূজা পূজারীদের মন কেড়েছে ।
টরন্টো শহরের স্কারবোরোতে অবস্থিত ধর বাড়ির পুজো পারিবারিক পুজো হলেও এই পুজো সবার জন্য উন্মুক্ত ।
এই পুজো এবার চতুর্থ বছরে পদার্পণ করেছে ।
গত ২৭ সেপ্টেম্বর, শনিবার থেকে ধর বাড়ির দুর্গোৎসব শুরু হয়েছে এবং এক অক্টোবর, বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপুজো শেষ হবে।
দুর্গোৎসব এর বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পুজো অর্চনা, অঞ্জলি,ধুনুচি নাচ,সাংস্কৃতিক অনুষ্ঠান,সিঁদুর খেলা, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি।
এবছর ধর বাড়ির পুজোর থিম হচ্ছে ‘অমরনাথ’, যা সব বয়সের পূজারীদের মন কেড়েছে ।
ধর বাড়ির পুজোয় ভোজনরসিকদের জন্য ফুড কোর্টে মিলবে সিংগোরা,ফুচকা, চা, মিষ্টি ,চনা, মুড়ি, পিঁয়াজু।
সকাল থেকে রাত পর্যন্ত ধূপ ধুনো , ঢোল – করতাল আর উলুধ্বনিতে মুখরিত থাকে ধর বাড়ির পুজো মণ্ডপ ।
আবাল বৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে ধর বাড়ির দুর্গোৎসব প্রাঙ্গন হয়ে ওঠে শারদোৎসবের রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশে যায় ধর বাড়ির পুজো প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে থাকেন আনন্দযজ্ঞে।
