ক্যালিফোর্নিয়ায় সোনার বাংলা ফাউন্ডেশনের ফান্ড রেইজিংয়ে $325,000 (তিন লক্ষ পঁচিশ হাজার ইউএস ডলার) সংগ্রহ

হ-বাংলা নিউজঃখায়রুজ্জামান মামুনঃ বাংলাদেশে কিডনি ডায়ালাইসিস রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে ক‍্যালিফোর্নিয়া ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন “সোনার বাংলা ফাউন্ডেশন”।

এই সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৮শে সেপ্টেম্বর রোজ রবিবার সিটি অব বুয়েনাপার্কের লাক্সর ব‍্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়ে গেল এক ফান্ড রেইজিং অনুষ্ঠানের।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গান পরিবেশন করে বিনোদন জোগান বাপ্পা মজুমদার ও তার দল দলছুট।

ফান্ড রেইজিং অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের প্রত্যাশারও বেশি টাকা উত্তোলিত হয়েছে $325,000 (তিন লক্ষ পঁচিশ হাজার ইউএস ডলার) এদিন।

আয়োজকদের অন‍্যতম ডাঃ রুমি অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি এও জানিয়েছেন যে উত্তোলিত অর্থের সবটুকুই স্বচ্ছ এবং পরিষ্কার একটি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে কিডনি ও ডায়ালাইসিস রোগীদের সেবায় খরচ করা হবে।

তিনি এও জানিয়েছেন যে, এ পর্যন্ত সোনার বাংলা ফাউন্ডেশন লক্ষাধিক রোগীকে পরিষেবা প্রদান করেছে। এবং সকলের এই সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের সেবায় তারা কাজ করতে অনুপ্রাণিত হবেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা সোনার বাংলা ফাউন্ডেশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং তার দল দলছুট গান পরিবেশন করে দর্শক মনোরঞ্জন করেন।

অতিথিদের সম্মানে আয়োজকদের পক্ষ থেকে রাতের খাবার পরিবেশন করা হয়।

প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অনেক গণ‍্যমান‍্য ব‍্যাক্তি বর্গ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *