সেই মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ রাখা চারজন নজরদারিতে

হ-বাংলা নিউজ: হলিউড থেকে বিদেশি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরীর (৫৫) সঙ্গে যোগাযোগ রাখা অন্তত চারজনকে নজরদারিতে রেখেছেন গোয়েন্দারা। কথিত এই এজেন্টের সঙ্গে তাদের কী কার্যক্রম ও পরিকল্পনা ছিল সেই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ চলছে। গ্রেফতারের আগে দেশের গুরুত্বপূর্ণ একাধিক রাজনৈতিক নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভার্চুয়াল মাধ্যম ছাড়াও বাংলাদেশসহ বিভিন্ন দেশে অতি গোপনে এসব বৈঠক করেন তিনি। এতে পুলিশের একজন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তার নাম এসেছে। যাদের লোভনীয় প্রস্তাবের মাধ্যমে অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে রাজনৈতিক দল ও সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছেন। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা অন্তত চারজনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে সোমবার আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ৪৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদে রয়েছেন এনায়েত। পুলিশ বলছে, তাকে (এনায়েত) জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। আবার এসব তথ্য সঠিক নাও হতে পারে। এমনকি তিনি ওই সংস্থার এজেন্ট কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত। তার ব্যাপারে জানতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আজ বুধবার বিকালে তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। তবে ফের রিমান্ড চাওয়া হবে কিনা তা গতকাল এই প্রতিবেদন লেখার সময় জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে শনিবার মিন্টো রোড থেকে আটকের পর ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। পরে রোববার তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করে পুলিশ। এরপর মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবির রমনা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *