স্বাধীন পরিসংখ্যান কমিশন নয়, বদলে যাচ্ছে বিবিএস’র অনেক কিছু

হ-বাংলা নিউজ: হলিউড থেকে স্বাধীন পরিসংখ্যান কমিশন নয়, হচ্ছে কাউন্সিল। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম বদলে স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাট) এবং প্রতিষ্ঠান প্রধানের (বর্তমানে ডিজি) পদ পরিবর্তন করে চিফ স্ট্যাটিশিয়ান করার সুপারিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা উপদেষ্টার কাছে প্রতিবেদনের খসড়া জমা দিয়েছে টাস্কফোর্স। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা উপদেষ্টার সম্মেলন কক্ষে আলোচনার পর খসড়াটি জমা দেন টাস্কফোর্সের সদস্যরা। এতে নেতৃত্ব দেন টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমান। সঙ্গে অন্য সদস্যরাও ছিলেন।  

প্রতিবেদনে একটি কাউন্সিল গঠনের কথা বলা হয়। এটির  সদস্য সংখ্যা হবে ৭ জন। এই কাউন্সিল পরিসংখ্যানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। পাশাপাশি পরিসংখ্যান ব্যুরোতে চিফ স্টাটিশিয়ানের নিয়োগসহ ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি দেখবে। এছাড়া ব্যয় নিরীক্ষা তদারক করবে।

এই কাউন্সিলের নেতৃত্বে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা। প্রতিবেদনের খসড়ায় বলা হয়েছে, তথ্যের গড়মিল এবং যেকোন তথ্য প্রকাশে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। এজন্য পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধন করতে হবে।

সুপারিশে আরও বলা হয়, দীর্ঘস্থায়ী কর্মী নিয়োগের অপব্যবহার এবং সকল দুর্বলতা দূর করতে সাংগঠনিক কর্তৃপক্ষকে সরকারি শাখা থেকে ষোলটি শাখায় সম্প্রসারণ এবং ৪৩৭টি নতুন উপজেলা-স্তরের পদ তৈরির সুপারিশ করা হয়েছে। যাতে স্থানীয় উপস্থিতি বৃদ্ধি পায় এবং ক্যাডার ও  নন-ক্যাডার  কর্মকর্তাদের ক্যাডারের মাধ্যমে উন্নত করা হবে। 

এছাড়া পরিসংখ্যানবিদদের জন্য একটি একক, পেশাদার ক্যারিয়ারের পুল তৈরি করা দরকার। বিবিএসের স্বায়স্তশানের জন্য বাজেটে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি এখনই ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া দরকার। প্রকল্প সংস্কৃতি থেকে বেরিয়ে গুরুত্বপূর্ণ জরিপগুলো রাজস্ব খাতে করতে হবে। এজন্য একটি তালিকা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমরা পরিসংখ্যার ব্যুরোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কাজ করা হচ্ছে। সব তথ্য মুক্ত করে দেওয়া হবে। জিডিপি, মূল্যস্ফীতিসহ বিভিন্ন তথ্য সরকারি অনুমোদন ছাড়াই পরিসংখ্যান ব্যুরো প্রকাশ করতে পারবে। সেই সঙ্গে মাঝে মাঝে স্টেকহোল্ডারদের ডেকে এসব তথ্য কিভাবে তৈরি করা হয়, তা জানানো হবে। 

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আপনারা একমাত্রিক প্রশ্ন করছেন যে, স্বাধীন পরিসংখ্যান কমিশন হবে কিনা? কিন্তু আমরা বিবিএসকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার সুপারিশ করেছি। প্রতিবেদনে যেসব সুপারিশ দেওয়া হয়েছে এগুলো বাস্তবায়ন করা হলে প্রাতিষ্ঠানিক অনেক সংস্কার হবে। পরিসংখ্যানের জন্য একটি ট্রেনিং সেন্টার করার সুপারিশ দেওয়া হয়েছে। এটির প্রধান নিয়োগ কি প্রক্রিয়ায় হবে তার একটি সুপারিশ দেওয়া হয়েছে।

তিনি জানান, আরও একটি উপদেষ্টা কাউন্সিল গঠনের সুপারিশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *