পিএসসিকে সহায়তা করতে ৭৫ কর্মকর্তাকে সংযুক্তি

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর। এজন্য কমিশনকে সহায়তা দিতে বিভিন্ন মন্ত্রণালয়ের ক্যাডারবহির্ভূত সহকারী সচিব পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সংযুক্তি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পরিচালনায় কমিশনকে সহায়তা দেওয়ার জন্য ৭৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংযুক্তি করা হলো।

এতে আরও বলা হয়, ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় সংযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশনের জন্য সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। সে মোতাবেক কর্মকর্তাদের নির্ধারিত তারিখ ও সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে উপস্থিত হয়ে এই ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *