হ-বাংলা নিউজ: হলিউড থেকে আমাদের প্রিয় সংগঠন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোসাইটি ইন্ক., এই বছরের নভেম্বর মাসে তার গৌরবময় ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে।
সুবর্ণজয়ন্তীর এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরী পরিষদ নানা কর্মসূচি গ্রহণ করেছে। সেই সকল আয়োজন ও পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আপনার উপস্থিতি ও সংবাদমাধ্যমের সহযোগিতা এই উদ্যোগকে সফল করে তুলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে আমাদের সঙ্গে সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
তারিখ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
সময়: বিকেল ৪:০০ টা
স্থান: নবান্ন পার্টি সেন্টার, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক
আপনার মূল্যবান সময় দিয়ে উপস্থিত থেকে আমাদের সুবর্ণজয়ন্তী উদযাপনের যাত্রা আরও সমৃদ্ধ করবেন এটাই আমাদের প্রত্যাশা।
