বাংলা নিউজ: হলিউড থেকেখায়রুজ্জামান মামুনহ-লস এঞ্জেলেস এর অদুরে জনপ্রিয় উডলি পার্কে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর খুলনা এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া এর বার্ষিক বনভোজন। সুন্দর আবহাওয়া ও পরিবেশ বিরাজমান থাকার কারণে প্রচুর লোক সমাগম হয়েছে এবারের বনভোজনে।

লস এঞ্জেলেস ও এর আশপাশের এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের দলে দলে আগমন পিকনিকের সৌন্দর্য বর্ধন করেছে অনেকগুণ।

পিকনিকে অংশগ্রহণ করে দ্বিতীয় প্রজন্মের ছেলে মেয়েরা যেন তাদের পূর্বপুরুষদের সেই ঐতিহ্যবাহী ছেলে বেলার দিনগুলোর ছোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা বনভোজনের পুরোটা সময় ছিল নানাবিধ আয়োজনের পরিপূর্ণ।

খেলাধুলা, নাচ গান, দেশীয় সুস্বাদু খাবারের সমাহার অনুষ্ঠানে আগত অতিথিরা প্রাণভরে উপভোগ করেন। পিকনিকের বিশেষ আকর্ষণ ছিল ২০২৫ সালে গ্রেজুয়েট প্রাপ্ত শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান।

ছিল র্যাফেল ড্র অনুষ্ঠান। যার বিজয়ীরা পান বিশেষ আকর্ষণীয় পুরস্কার।স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট
জনেরা ও সাধারণ প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন।

পিকনিক আয়োজকদের মোধ্যে অন্যতম বৃহত্তর খুলনা এসোসিয়েশনের বিশিষ্টজন জনাব শামসুজ্জোহা বাবলু ও ফারুক হাওলাদার তাঁদের পিকনিক আয়োজন সফল হওয়ায় আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরো বেশি সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

