ঢাকায় প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উইন্ডস অব চেঞ্জ’ তরুণ নেতৃত্ব সম্মেলন

হ-বাংলা নিউজ: 

ঢাকা, ৭ সেপ্টেম্বর — আগামী ১৫ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম তরুণ নেতৃত্ব সম্মেলন ‘উইন্ডস অব চেঞ্জ (WoC)’। বাংলাদেশ গ্লোবাল গভার্নেন্স ব্যুরো (BDGbG)-এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি, স্বাস্থ্য ও সুশাসন নিয়ে তরুণদের ভাবনা ও প্রস্তাব আলোচিত হবে।

আয়োজক সূত্র জানায়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নীতি-প্রণেতা, শিক্ষাবিদ, তরুণ উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন। তরুণদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে একটি যুব নীতি সুপারিশপত্র তৈরি করা হবে, যা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আন্তর্জাতিক সংস্থার কাছে জমা দেওয়া হবে।

সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক গণেশ কুমার ভট্টাচার্য বলেন,

“উইন্ডস অব চেঞ্জ তরুণদের জন্য একটি মঞ্চ, যেখানে তারা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নিয়ে নিজেদের ভাবনা ও নেতৃত্ব প্রদর্শন করতে পারবে।”

আয়োজকরা আশা করছেন, এ আয়োজন তরুণদেরকে সমাজ পরিবর্তন ও নীতি-প্রণয়নে সক্রিয় ভূমিকা নিতে অনুপ্রাণিত করবে।

যোগাযোগ:
মোহাম্মদ আজাদ হোসেন,
প্রেস ও যোগাযোগ সমন্বয়ক, BDGbG
ফোন: ৩৪৭-৮৪৮-৩৮৩৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *