আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত

হ-বাংলা নিউজ:  আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির   সভা গত পাঁচ জুলাই, শুক্রবার  সন্ধ্যায় সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত হয়েছে।

       সভায় আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটি পুনর্গঠন করা হয়।এতে পুনরায় আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওমেন নির্বাচিত হন মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।

সভায়  আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল,কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড  সদস্য সুব্রত চৌধুরী,ওয়ালটার জনসন, কাশওয়ান ম্যাকিনলে, হলিশা ব্রিজারস,ডেমোক্র্যাট নেতা আব্দুর রফিক, ডেমোক্র্যাট কমিটি পারসন জাকিরুল ইসলাম খোকা, সৈয়দ মোঃ কাউসার, মোকতাদির রহমান, মোঃ আবদুল করিম, বেলাল উদ্দীন, লিপিকা আফরোজ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা উপস্থিত ছিলেন।

 মেয়র মার্টি স্মল তাঁর বক্তৃতায় গত জুন মাসে নির্বাচিত 

ডেমোক্র্যাট কমিটি পারসনদের অভিনন্দন জানান এবং 

তাঁদেরকে ডেমোক্র্যাট দলের অগ্রযাএায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *