ঢাকার হাই-টেক পার্কে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা ও সাইবার সুরক্ষা বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় শুরু হওয়া এ আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছে “সাইবার সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল সেফটি”।
অনুষ্ঠানটি আয়োজন করছে সেন্টার ফর সাইবার সিকিউরিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন (CCSRI)। সম্মেলনে সাইবার ঝুঁকি, নিরাপত্তা নীতি, তথ্যপ্রযুক্তি আইন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে ৫টি অধিবেশন হবে।
এতে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমেদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আনোয়ার হোসেন, তথ্যপ্রযুক্তি আইন বিশেষজ্ঞ মেহেদী হাসান, উদ্যোক্তা রুবাইয়াত আহমেদ ও আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার শায়লা রহমান।
আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনের মূল উদ্দেশ্য দেশের সাইবার নিরাপত্তা জোরদার করা এবং তরুণ প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করা।
