আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় ১৬ জুলাই,  মঙ্গলবার  বিকেলে   সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন । 

পর্ষদ  সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি

ওয়ালটার  জনসন,রুথ বায়ারড, সুব্রত চৌধুরী,

কাশওয়ান ম্যাকিনলে, ফরহাদ সিদ্দীক  উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট  ড: লা কোয়েটা স্মল  তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন  করেন।

এছাড়া  কয়েকজন কমিউনিটি ব্যক্তিত্বও পর্ষদ  সভায় বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *