দেশে নৈরাজ্যের প্রতিবাদে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

হ-বাংলা নিউজ:  সুব্রত চৌধুরী-নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২২ জুলাই ,সোমবার  রাতে দেশে কোটা সংস্কারে ছাত্র আন্দোলনকে পুঁজি করে বিএনপি–জামায়াত শিবির এর ধ্বংসলীলা ও নৈরাজ্যের  প্রতিবাদে  সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মনিরুজামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী, মুক্তাদির রহমান,বেলাল উদ্দীন, বেলাল হোসেন ,আব্দুর রহিম, আবু নসর, মোঃ সিরাজ, রওশনউদদীন,আব্দুস সাত্তার,রাখাল দাস,কাজী মান্নান প্রমুখ। 

বক্তারা বলেন, ৭১ এর পরাজিত শক্তির প্রেতাত্মার দোসর বিএনপি–জামায়াত, শিবির অত্যন্ত পরিকল্পিতভাবে অতি সম্প্রতি দেশে নাশকতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, রাষ্ট্রবিরোধী বিএনপি–জামায়াত, শিবির চক্র নীলনকশা অনুযায়ী রাষ্ট্রকে ধ্বংস করার খেলার শেষ মরণ কামড় দিয়েছে। তাদের বিষদাঁত এখনই উপড়ে ফেলতে হবে।

  বক্তারা আরো বলেন, কোটা সংস্কারে ছাত্র আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদের পরিকল্পিত উত্থান ও ধ্বংসযজ্ঞ মোকাবেলায় এই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আরেকটি সুকঠিন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা আমাদের সকলের নৈতিক ও ঈমানি দায়িত্ব হয়ে পড়েছে। আমরা যদি দল, মত নির্বিশেষে সকল দেশপ্রমিক শক্তির সমন্বয়ে এই ঐক্যমত

প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে শুধু বাংলাদেশ কেন এই পৃথিবীর বিশাল অংশ মধ্যযুগীয় কালো অধ্যায়ে ফিরে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *