হ-বাংলা নিউজ: ২৭ জুলাই (শনিবার) দিনব্যাপী আয়োজিত এই বই উৎসবে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার বিকাশে গ্রন্থপ্রেমী, গবেষক, লেখক, প্রকাশক ও পাঠকের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আয়োজনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে বইঘর (BDGbG)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। তিনি বইঘরের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “বই মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, এই ধরনের আয়োজন আমাদের সমাজকে আরো আলোকিত করে।”
এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রন্থপ্রেমীদের মিলনমেলা ঘটে। বই প্রকাশনা ও পাঠাভ্যাস নিয়ে ছিলো কয়েকটি বৈঠকি আলোচনা। এর পাশাপাশি চলেছে শিশু-কিশোর পাঠ প্রতিযোগিতা, আবৃত্তি, পাঠ-উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী এবং মুক্তমঞ্চে কবিতা পাঠ ও গান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
- কথাসাহিত্যিক সেলিনা হোসেন,
- লেখক ও গবেষক হায়দার আলী,
- সাংবাদিক ও সাহিত্যিক শাহীন রেজা,
- প্রকাশক মঞ্জুরুল ইসলাম তপন,
- প্রাবন্ধিক ও অধ্যাপক আমিনুল ইসলাম,
- আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়,
- নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমদ,
- কবি শামীম রেজা,
- লেখক ও অনুবাদক শাহাদাৎ হোসেন নিপু,
- শিশুসাহিত্যিক রহিম শাহ,
ইত্যাদি।
যোগাযোগ:
মুহাম্মদ হায়দার আলী
বইঘর (BDGbG), ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর।
যদি আপনি চান, আমি এই লেখাটি একটি ডিজাইনযোগ্য ফর্ম্যাট (পোস্টার/ব্রোশিওর বা প্রেস রিলিজের মতো) বা সংক্ষেপিত আকারেও তৈরি করে দিতে পারি। চাইলে জানান।
