মরেনোভ‍্যালী স্পোর্টস ক্লাবের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। বছরের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট।

হ-বাংলা নিউজ: 

খায়রুজ্জামান মামুনঃ আগামী ৯ই আগস্ট রোজ শনিবার সিটি অব প‍্যারিসের বব গ্লাস জিমনেসিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ ক‍্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট Annual Sports & Cultural Day. সকাল দশটা থেকে শুরু হয়ে সারা দিন ধরে চলবে এই উৎসব। নারী পুরুষ মিলিয়ে প্রায় শতাধিক প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতার মোধ্য রয়েছে ক‍্যারাম ও লুডু প্রতিযোগিতা। এছাড়াও ছোটদের জন্য রয়েছে নানা ধরণের প্রতিযোগিতা।

প্রতিযোগিতা চলার ফাঁকে আগত অতিথিদের মন মাতানো সংগীতে মনোরঞ্জন করবেন একঝাঁক স্থানীয় কন্ঠ শিল্পী যারা স্থানীয় প্রবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

আরো থাকবে চোট্টমনিদের হৃদয়ঙ্গম করা নৃত‍্য। এই প্রতিযোগিতার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্পোর্টস ক্লাবের অন‍্যতম কর্ণধার জনাব আল মাসুক।

বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে নান্দনিক ট্রফি ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কতৃপক্ষের নিকট এসে পৌঁছেছে। মুলত তারই প্রদর্শনী সম্পন্ন হয়েছে গতকালের অনুষ্ঠানে। স্থানীয় মেয়র, অন‍্যান‍্য আমেরিকান অতিথি সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেক গন‍্যমান‍্য অতিথিগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি সকলকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মরেনোভ‍্যালী স্পোর্টস ক্লাব (MVSC) এর নেতৃবৃন্দ। অতিথিদের জন‍্য সকালের নাস্তা সহ দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই MVSC অত‍্যন্ত সফলতার সাথে তাদের বাৎসরিক এই আয়োজনটি করে চলেছে। এতে প্রতি বছর প্রচুর মানুষের সমাগম হয় এবং তারা এই স্পোর্টস ডে প্রান ভরে উপভোগ করেন। সবার জন্য উন্মুক্ত এই স্পোর্টস ডে এর ইভেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক এখনো যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা অতি সত্বর আল মাসুক সহ MVSC এর অন‍্যান‍্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তা সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের ভেন্যুতে পৌছানোর ঠিকানা Bob Glass Gym, 101 N D st, Perris Ca 92570।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *