হ-বাংলা নিউজ:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, শিক্ষক-কর্মকর্তারা ১৩ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনে http://pds.sib.gov.bd ওয়েবসাইটে পিডিএস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন। এ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য একটি সফটওয়্যারও চালু করা হয়েছে।
২০২৪ সালের ৩১ জুলাই থেকে কার্যকর হওয়া বদলি ও পদায়নের নতুন নীতিমালা অনুসারে, দেশের ৯টি অঞ্চলে কর্মরত উপপরিচালক ও বিদ্যালয় পরিদর্শকদের বদলির ক্ষমতা থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। অন্যদিকে, সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারদের বদলি ও পদায়ন পরিচালনা করবে মাউশি।
আবেদনকারীরা অনলাইনে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে পছন্দক্রমে আবেদন করতে পারবেন। কেবল অনলাইনে করা আবেদনই গ্রহণযোগ্য হবে; ম্যানুয়াল বা অন্য মাধ্যমে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না।
তবে শিক্ষানবিশকাল শেষ না হলে বা পিডিএস তথ্য অসম্পূর্ণ থাকলে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া আত্মীকৃত শিক্ষক-কর্মকর্তারা এই বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনের পর যাচাই-বাছাই শেষে মাউশি ওয়েবসাইটে চূড়ান্ত বদলি ও পদায়নের আদেশ প্রকাশ করবে।
