হ-বাংলা নিউজ: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এর আগে, চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিল ৭ জুন—সেদিন হাসপাতালে ভর্তি হন ৪৯২ জন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ১৩,৯৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় যাঁরা মারা গেছেন, তাঁদের একজন ঢাকায় ও অপরজন চট্টগ্রাম বিভাগে।
এ বছরের জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২ জন। এর আগের মাসে মৃত্যু হয়েছিল ১৯ জনের। জানুয়ারিতে মারা যান ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জন। তবে মার্চ মাসে কোনো মৃত্যুর খবর পায়নি স্বাস্থ্য অধিদপ্তর।
