একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের নতুন কার্যকরী কমিটি গঠন  

হ-বাংলা নিউজ: 
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাস থেকে যখন ১৯৭১ সালের পরাজিত শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনার সকল নিশানা মুছে ফেলছে, দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের অপমানিত করছে ঠিক তখনি দেশের ক্রান্তি লগ্নে দেশে ও প্রবাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে একত্রিত করে মাতৃভূমি বাংলাদেশকে শত্রুমুক্ত করার প্রয়াসে ‘একাত্তরের প্রহরী’ সংগঠনের আবির্ভাব ঘটে। বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবীর নেতৃত্বে প্রবাসে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মূলধারার রাজনীতিবিদ, এক্টিভিস্টদের সমন্বয়ে গঠিত ‘একাত্তরের প্রহরী’ বঙ্গবন্ধু বইমেলা, প্রতিবাদ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে যোগাযোগ স্থাপনসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই দেশে ও প্রবাসে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। সংগঠনের উদ্দেশ্য একটাই, জনমত সৃষ্টির মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ নারীর সম্ভ্রম হানির বিনিময়ে পাওয়া বাংলাদেশকে দখলদার ইউনুস ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে ফিরিয়ে নেওয়া।

ইতিমধ্যেই সংগঠনটিকে ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন, ইনক’ এ পরিণত করা হয়েছে এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবীকে সভাপতি ও স্বীকৃতি বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে গঠিত কার্যকরী কমিটিতে আছেনঃ সহসভাপতি(১) – বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, সহসভাপতি(২) – লুৎফুন নাহার লতা,  সহসভাপতি(৩) – এ্যানি ফেরদৌস, সহসভাপতি(৪) – আব্দুল কাদের মিয়াঁ, সহসভাপতি(৫) – মিনহাজ আহমেদ,  সহসভাপতি(৬) – ফকির ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক –  গোপাল সান্যাল, কোষাধ্যক্ষ – সুতপা মণ্ডল, সাংগঠনিক সম্পাদক – গোপন সাহা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক – মিল্টন  আহমেদ, প্রচার সম্পাদক – আসলাম আহমেদ খান, সাংস্কৃতিক সম্পাদক – শারমিন নাহার নিরু, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক – তাহরিনা পারভিন প্রীতি, তথ্য ও চলচ্চিত্র বিষয়ক সম্পাদক – রওশন আরা নিপা, সাহিত্য সম্পাদক – স্মৃতি ভদ্র, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক – জয়তুর্য চৌধুরী। সদস্যবৃন্দরা হলেন বীর মুক্তিযোদ্ধা ডঃ জিনাত নবী, জি এইচ আরজু, ডঃ বিলকিস রহমান দোলা, মিশুক সেলিম, আবু সাইদ রতন, ফারহানা ইলিয়াস তুলি, খালেদ শরফুদ্দিন, নাজনিন সিমন, স্বাধীন মজুমদার, মনিরা আকঞ্জি, সাজ্জাদ হোসেন সবুজ, সিসিলিয়া মোর‍্যাল, শাহিদা সিকদার হাই, ঝর্না চৌধুরী, ইয়াকুব আলী মিঠু, আব্দুল হামিদ ও পঙ্কজ তালুকদার।

উপদেষ্টারা হলেন যথাক্রমে বেলাল বেগ, বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালী, রাফায়েত চৌধুরী, মিথুন আহমেদ, ডঃ দিলিপ নাথ, রানা হাসান মাহমুদ, জাকারিয়া চৌধুরী, দস্তগির জাহাঙ্গীর, নুরুল আমিন বাবু, হাসান আল আব্দুল্লাহ ও মঞ্জুর কাদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *