চঞ্চল চৌধুরীর নায়িকা কে এই মনামী?

টালিগঞ্জের নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমায় ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার টিভি ও চলচ্চিত্রের অভিনেত্রী মনামী ঘোষ; হইচইয়ের ‘মৌচাক’ সিরিজে বৌদির চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন ৩৮ বছর বয়সী মনামী।


সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল; মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। শিগগিরই সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় শুরু করেন মনামী; এরপর দুই দশক ধরে সিরিয়াল, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।‘সোনার হরিণ’, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন মনামী।সিরিয়ালের বাইরে ‘মাটি’, ‘এক মুঠো ছবি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’র মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন তিনি।অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী; গত বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি।রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর বিচারকের দায়িত্বেও দেখা গেছে তাঁকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *