গত ১৫ বছরের সাংবাদিকতা তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধান, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার প্রস্তাব

হ-বাংলা নিউজ: গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি তিনি সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও দিয়েছেন।

শনিবার (৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এক পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “গত সরকারের আমলে সাংবাদিকতা সরকারি নিয়ন্ত্রণে ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে।”

তিনি আরও জানান, কোনও সংস্থা বা কর্তৃপক্ষ যেন গণমাধ্যমকে ভয়ভীতি দেখাতে না পারে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে গণমাধ্যম অনেক বেশি স্বাধীন, এবং সরকারের হস্তক্ষেপ ন্যূনতম পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় অংশ নেওয়া সাংবাদিক নেতারা সম্প্রচারমাধ্যমের জন্য আলাদা কমিশন গঠনের দাবি জানান। এছাড়া সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং একটি পৃথক বেতন কাঠামো চালুর দাবিও তোলেন তারা।

তারা আরও প্রশ্ন তোলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পার হলেও এখনও তা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি কেন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *