ইউ এস বাংলা এসোসিয়েশান এর ঈদ উপহার, সাতক্ষীরায় কোরবানীর মাংস বিতরণ।

খায়রুজ্জামান মামুনঃ এবারের পবিত্র ঈদুল আজহায় আবারো বাংলাদেশের সামর্থ্যহীন মানুষের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ ক‍্যালিফোর্নিয়ার জনপ্রিয় সামাজিক জনকল্যাণমূলক সংগঠন “ইউ এস বাংলা এসোসিয়েশন”।

বাংলাদেশের প্রত‍্যন্ত অঞ্চল সাতক্ষীরা জেলার শ‍্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের কিছু অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণের মাধ্যমে তারা আরো একটি জনহিতকর প্রকল্প বাস্তবায়ন করেছে।

ইউ এস বাংলা সংগঠনটি মুলত একটি মানবিক ও চ‍্যারিটি কার্যক্রম পরিচালনা মূলক প্রতিষ্ঠান। তারা সারা বছর জুড়েই বাংলাদেশ এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের যে কোন কল‍্যানকর প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

২০১৯ সালে ক‍্যালিফোর্নিয়ার স্থানীয় কিছু প্রবাসী বাংলাদেশীদের দ্বারা প্রতিষ্ঠিত এই সংগঠনটি শুরু থেকেই ব‍্যাতিক্রমী ইতিবাচক কার্যক্রমের মাধ‍্যমে ব‍্যাপক সুনাম অর্জন করেছে।

দুর্গত এলাকায় নলকূপ স্থাপন, বন‍্যা দুর্গতদের পাশে দাড়ানো, অসহায় মানুষদের মাঝে খাদ‍্য বস্ত্র সামগ্রী বিতরণ, আমেরিকার বিভিন্ন দিবস উপলক্ষে খাদ‍্য বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান ইত‍্যাদি কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি তাদের নেতৃবৃন্দের দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

ইউ এস বাংলা নেতৃবৃন্দের প্রত‍্যাশা আগামীতে তারা প্রিয় স্বদেশ এবং আমেরিকার সমাজ ব‍্যাবস্থায় অদুর ভবিষ‍্যতে তাদের ইতিবাচক কর্মপরিচালনার মাধ‍্যমে আরো জুড়ালো ভুমিকা রাখতে সচেষ্ঠ হবে. উল্লেখ‍্য, ইউ এস বাংলা এসোসিয়েশানের পরিচালনা পর্ষদ হচ্ছেন জনাব ইফতেখার মাহমুদ(সভাপতি),

জনাব নিজাম ইসলাম(সাধারণ সম্পাদক), জনাব কায়সার আহমেদ(উপদেষ্টা) জনাব ইসমাইল হোসেন(উপদেষ্টা), জনাব আহসান হক দিপু(উপদেষ্টা), জনাব সজীব ইফতি(উপদেষ্টা), জনাব আল মাসুক(উপদেষ্টা), জনাব খায়রুজ্জামান মামুন(বোর্ড অব ডিরেক্টর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *