১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস জাতীয় শ্রমিক পার্টি যুক্তরাষ্ট্র শাখা যথাযথ সম্মানের সহিত পালন করিল।

হ-বাংলা নিউজ: 

গত ৩রা মে রোজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় এস্টোরিয়ায় হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি যুক্তরাষ্ট্র শাখার ১লা মে দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি হারুনের রশিদ সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মুন্নার পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাপার সভাপতি হাজী আব্দুর রহমান, বিশেষ অতিথি উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহাবুব রহমান চৌধুরী, সিনিয়র সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সভাপতি শফিউল আলম, প্রধান বক্তা জাপার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু। মহান মে দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানান। একই সাথে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সকল মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রহিল। মহান মে দিবস শোষকের রক্তচক্ষু উপেক্ষা করতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে শেখায়। নির্যাতন-নিপিড়ন আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অনুপম অনুপ্রেরণা, সাহসের সাথে সত্যের পথে অবিচল থাকতে শেখায়। মহান মে দিবস হচ্ছে ন্যায্য অধিকার আদায় ও নাগরিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা। যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ করতে শেখায়। বর্তমানে  দেশে প্রেমিক সমাজ বিভিন্নভাবে অত্যাচারিত নিপীড়িত ও নিষ্পেষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *