দায়িত্ব গ্রহণ পহেলা জুন: ২/১দিনের মধ্যেই পাচ্ছে চিঠি বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

হ-বাংলা নিউজ: 

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত

বাংলাদেশ সোসাইটির নব মনোনীত ট্রাষ্টি বোর্ড আগামী পহেলা জুন থেকে দায়িত্ব পাচ্ছেন। সোসাইটির পক্ষ থেকে ২/১ দিনের মধ্যেই বোর্ডের সকল সদস্যকে অফিসিয়ালী চিঠি দেয়া হচ্ছে। ইতিমধ্যেই চিঠি চুড়ান্ত হেেয়ছে বলে সোসাইটি সূত্রে জানা গেছে। এদিকে নতুন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে ধারণা করা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ-ই হতে যাচ্ছেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান। খবর ইউএনএ’র।

বাংলাদেশ সোসাইটির একাধিক সূত্রে জানা গেছে, নব মনোনীত ১২ সদস্যের ট্রাষ্টি বোর্ডের সদস্যকে ২/১ দিনের মধ্যে তাদের অফিসিয়াল চিঠি হস্তান্তর করা হবে। বোর্ড সদস্যরা আগামী পহেলা জুন থেকে দায়িত্বপ্রাপ্ত হবেন এবং তাদের দায়িত্ব গ্রহণের আগেই সোসাইটির কার্যকরী কমিটির কর্মকর্তাদের সাথে তাদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের সদস্যা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তারা সভায় মিলিত হবেন এবং সেই সভায় চেয়ারম্যান মনোনীত করবেন। জানা গেছে, ট্রাষ্টি বোর্ডের সভায় আলোচনা ভিত্তিতে চেয়ারম্যান মনোনীত করার উদ্যোগ নেয়া হবে। সে উদ্যোগ সফল না হলে ট্রাষ্টি সদস্যদের গোপন সিদ্ধান্তে/ভোটে চেয়ারম্যান মনোনীত হবে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সব দিক বিবেচনায় বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ নতুন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তার বাইরে সোসাইটির সাবেক সভাপতি ফার্মাসিস্ট আক্তার হোসেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আপাতত: আর কারো নাম আলোচনায় নেই বলে সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল, রোববার সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী পরিষদের কর্মকতাদের গোপন ভোটে ১২ জনকে নতুন বোর্ড গঠন করা হয়। ট্রাষ্টি বোর্ডের নতুন সদস্যরা হলেন- আক্তার হোসেন, কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আতরাউল আলম, আব্দুর রহিম হাওলাদার, শাহ নেওয়াজ, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল। এদের মধ্যে অধিকাংশই নতুন মুখ।

বার্তা প্রেরক:

সালাহউদ্দিন আহমেদ

ইউএনএ, নিউইয়র্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *