আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র প‍্যানেলের প্রার্থীরা এগিয়ে হ-বাংলা নিউজ:আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র প‍্যানেলের প্রার্থীরা এগিয়ে 

হ-বাংলা নিউজ:

সুব্রত চৌধুরী –

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে দশ জুন,মঙ্গলবার  অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র প‍্যানেল এর প্রার্থীরা  তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র , কাউন্সিল এট লার্জ প্রার্থী পদে স্টিফেনি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি ও বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ  প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলেও মেয়র প‍্যানেলের  প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব‍্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত মেয়র প‍্যানেলের  প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে থাকায় কমিউনিটিতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে।

মেয়র প‍্যানেলের নির্বাচনী সদর দপ্তরে আয়োজিত এক সুধী সমাবেশে মেয়র মার্টি স্মল সিনিয়র তার প‍্যানেলের 

প্রার্থীদের ভোট দেওয়ায় সিটির ভোটারসহ কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।

বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল জানার পর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক ও বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত মেয়র প‍্যানেলের  প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে থাকায় তাদেরকে অভিনন্দন জানান এবং প্রবাসী বাংলাদেশি ভোটারসহ অন্যান্য ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান।

কমিউনিটির বিদগ্ধজনদের মতে মেয়র প‍্যানেল এর প্রার্থীরা নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী হলে  কমিউনিটিতে প্রবাসী বাংলাদেশীদের অবস্থান আরো বেশি সুসংহত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *