ইউএস- বাংলাদেশ এডভোকেসি কাউন্সিল(ইউবেক) এর সেমিনার আগামী ১৪ জুন ২০২৫ বাল্টিমোর, ম্যারিল্যান্ডে

হ-বাংলা নিউজ: আগামী ১৪ জুন, ২০২৫ ইউএস- বাংলাদেশ এডভোকেসি কাউন্সিল(ইউবেক) এর উদ্যোগে ” দ্যা ফিউচার অব ডেমেক্রেসি এন্ড দ্যা রোল অব ইনটার্ম গভর্ণমেন্ট ইন বাংলাদেশ”শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। কপিন স্টেট ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি সেন্টার, ২৫০০ প্রিসবারী স্টিট, বাল্টিমোর, ম্যারিল্যান্ড দুপুর ২টা থেকে বিকাল ৬টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত জনাব মুশফিকুল ফজল আনসারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদুত ড্যান মজিনা ও মার্শা বার্ণিক্যাট। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিবেন প্রফেসর ডঃ জামাল উদ্দিন, মেজর(অবঃ) মনজুরুল হক, ডাঃ মাকসুমুল হাকিম, ডাঃ আহমেদ নেওয়াজ খান সেলাল, মুশফিকুর রহমান, ইঞ্জিনিয়ার খুরশিদ সাব্বির, হাসান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন মেজর(অবঃ) সাফায়াত আহমেদ, রাইশা ফারিন এ ইরশিয়া নারমিন।

সভাপতিত্ব করবেন কবি, লেখক এ সংগঠক সামছুদ্দীন মাহমুদ।

অনুষ্ঠান আয়োজনে আছেন সামছুদ্দীন মাহমুদ, মেজর(অবঃ) মনজুরুল হক, ডাঃ মাকসুমুল হাকিম, মেজর(অবঃ) রুহুল চৌধুরী, ইঞ্জিনিয়ার খুরশীদ সাব্বির, হাসান চৌধুরী, রফিকুল হক, শামীম সেলিমুদ্দীন, কচি খান,নওশের আলী, মেজর (অবঃ) শাফায়াৎ আহমেদ  ও স্যাম রিয়া। এছাড়া উপদেষ্টা হিসাবে আছেন প্রফেসর ডাঃ গোলাম এম মাতবর, প্রফেসর ডঃ সাইফুর রহমান, প্রফেসর ডঃ জামাল উদ্দিন, ডঃ আনোয়ার করিম ও ডঃ নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *