আটলান্টিক সিটিতে আগাম ভোটগ্রহণ চলছে, বাংলাদেশিদের মধ্যে ব‍্যাপক আগ্রহ 

হ-বাংলা নিউজ: 

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : 0

হ-বাংলা নিউজ:  নিউজার্সি রাজ্যে  তিন জুন,মঙ্গলবার থেকে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। এই আগাম ভোটগ্রহণ চলবে আগামী আট জুন , রবিবার পর্যন্ত।  তিন জুন,মঙ্গলবার থেকে সাত জুন ,শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা এবং  আট জুন, রবিবার সকাল দশটা থেকে বিকেল  ছয়টা পর্যন্ত আগাম ভোটগ্রহণ  চলবে। আগামী দশ জুন , মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রাইমারি নির্বাচন ।

আটলান্টিক সিটির ১৫, উওর জর্জিয়া এভিনিউতে অবস্থিত কোয়ারেমবা হলে প্রবাসী বাংলাদেশি ভোটাররা সহ অন্যান্য কমিউনিটির ভোটাররা আগাম ভোট দিচ্ছেন ।

আটলান্টিক সিটিতে আগাম ভোট দেয়ার ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল আগ্রহ দেখা গেছে। 

বিশেষ করে এবারের নির্বাচনে সিটির কাউন্সিল এট লারজ পদে
আটলান্টিক সিটির ডেমোক্র্যাটিক কমিটির মনোনীত প্রার্থী হিসাবে বাংলাদেশি আমেরিকান মো: সোহেল আহমেদ ও অন্য প‍্যানেল থেকে মো: আকবর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির লোকজনের মধ্যে আগাম ভোট দেয়ার ব্যাপারে আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

 এবারের প্রাইমারি নির্বাচনে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ । তাই দশ জুন, মংগলবারের অপেক্ষায় না থেকে ভোটাররা আগাম ভোট দিচ্ছেন। এব্যাপারে বাংলাদেশি কমিউনিটির ভোটাররা বেশ এগিয়ে।

 আগাম ভোটগ্রহণের প্রথম দিন অনুকূল  আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ এশিয়ান অভিবাসীদের আগাম ভোট প্রদান সহ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ ও কর্মতৎপরতা ছিল বেশ লক্ষ্যণীয় । 

আগাম ভোট প্রদান শেষে বাংলাদেশ কমিউনিটির লোকজন অধীর আগ্রহে তাকিয়ে থাকবে দশ জুনের নির্বাচনি ফলাফলের দিকে। ভোট দেয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রয়োগ যেমন নিশ্চিত হবে, তেমনি কমিউনিটিতে তাদের অবস্থানও  সুসংহত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *