হ-বাংলা নিউজ:
খায়রুজ্জামান মামুনঃ বাংগালির প্রাণের মেলা বৈশাখী মেলা। দেশ বিদেশের সকল বাঙালি তাদের নিজ নিজ অবস্থান থেকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মোধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালন করে বৈশাখী মেলা। আর এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পালনে অগ্রণী ভূমিকা পালন করে বিভিন্ন সামাজিক সংগঠন গুলো।

তারই অংশ হিসেবে লস এঞ্জেলস এর অদুরে সিটি অব প্যারিসে প্রতিবারের মতোই এবারও বাংলাদেশি কমিউনিটি অব ইনলেন্ড এম্পায়ার(বি সি আই ই) স্বগৌরবে আয়োজন করতে যাচ্ছে “বৈশাখী মেলা ১৪৩২”। আগামী পহেলা জুন রোজ রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত চলবে এই মেলা। মেলা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিসিআইই নেতৃবৃন্দ। দেশীয় খাবার, জুয়েলারি, কাপড় সহ হরেক রকমের স্টল থাকবে মেলায় আগত অতিথিদের কেনাকাটার জন্য। এছাড়াও থাকবে বিনোদনের বিভিন্ন অনুষঙ্গ। দর্শকদের বিনোদনের জন্য প্রতিবছরই বিসিআইই আয়োজন করে থাকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।

দেশীয় এবং বৈশাখী ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নাচ, গান কৌতুক সহ মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে মেলায়। দর্শক চাহিদার কথা বিবেচনায় রেখে বাংলাদেশর জনপ্রিয় সংগীতশিল্পী “শুভ্রদেব”কে মেলায় পারফর্ম করাতে নিয়ে আসছেন বিসিসিআই এর কর্মকর্তারা। শুভ্রদেব এবারের বৈশাখী মেলায় পারফর্ম করবেন এই খবরে কমিউনিটির লোকজনের মোধ্যে ব্যপক উৎসাহ দেখা দিয়েছে। মেলা কর্তৃপক্ষ আশা করছেন এবারে মেলায় প্রবাসী বাংলাদেশিরা সকলেই শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং পরিবার পরিজন নিয়ে সকলেই একসঙ্গে উপভোগ করবেন।বিসিআইই আয়োজিত এবারের বৈশাখী মেলার ভেন্যূঃ Perris City Hall Lawn. 101 N D Street, Perris, CA 92570.
প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ(909) 644-9399, (951) 500-9229
