আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির ফান্ড রাইজিং অনুষ্ঠান

হ-বাংলা নিউজ: 

সুব্রত চৌধুরী-

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির

ফান্ড রাইজিং অনুষ্ঠান স্হানীয় একটি ভেন্যুতে গত ১৫  মে,

বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ।

 আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারওম্যান 

কনস্টেনস চ‍্যাপম‍্যান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটির মেয়র মার্টি স্মল,স্টিফেনি মার্শাল, ব্রুস উইক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য 

প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য  আহ্বান জানান।

অনুষ্ঠানে আটলান্টিক সিটির স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা  স্মল , সিটি কাউন্সিলের সহ-সভাপতি কলিম শাহবাজ ,আটলান্টিক কাউন্টি  ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আফিয়া নাসরিন সহ ডেমোক্র্যাটিক পার্টির নেতা, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *