হ-বাংলা নিউজ: আমরা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল’ – এই প্রত্যয় নিয়ে নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৫’ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ ও ২৫ মে, শনি ও রবিবার নিম্নের ঠিকানায় হবে এই বইমেলার আয়োজন।
বইমেলার উদ্বোধন: শনিবার, সকাল ১১টা, উদ্বোধন করবেন – প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও বিশিষ্ট সমাজচিন্তক বেলাল বেগ। প্রধান অতিথি হিসেবে থাকবেন, বিশিষ্ট সাহিত্যিক লুৎফর রহমান রিটন।
একাত্তরের প্রহরী নিউ ইয়র্ক আয়োজিত এই বইমেলায় বাংলাদেশসহ উত্তর আমেরিকা ও বিশ্ববাঙলার লেখক, সাহিত্যিক ও সাহিত্য অনুরাগী এবং পুস্তক প্রকাশকগণ অংশগ্রহণ করবেন।
বইমেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনা শাণিত রেখে সবাইকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন, এবারের আহ্বায়ক বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড.নুরুন নবী।
