আটলান্টিক সিটির  মেয়র মার্টি স্মলের ফান্ড রাইজিং অনুষ্ঠান

হ-বাংলা নিউজ:  সুব্রত চৌধুরী –

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব‍্য প্রাইমারি নির্বাচন উপলক্ষে মেয়র মার্টি স্মলের উদ্যোগে ফান্ড রাইজিং অনুষ্ঠান স্হানীয় একটি ভেন্যুতে গত  ১৯মে, সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে আসন্ন প্রাইমারি নির্বাচন নিয়ে  বক্তব্য রাখেন মেয়র মার্টি স্মল, কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল,প‍্যটিসিয়া বেইলি, সোহেল আহমেদ, কলিন্স এ ডেইস প্রমুখ।

তাঁরা আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য  আহ্বান জানান।তাঁরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন ।

অনুষ্ঠানে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,সিটি কাউন্সিলর,  ব্যবসায়ী সমাজ, ডেমোক্র্যাটিক পার্টির নেতা, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন ।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *