হ-বাংলা নিউজ:
সুব্রত চৌধুরী-
নিউ জার্সি রাজ্যের বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে
আগামী ২৮ মে,বুধবার বাংলা ‘বর্ষবরণ উৎসব’ আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে।
বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে ওইদিন বিকেল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এগ হারবার টাউনশিপ এর ৭০০৪ রিজ এভিনিউস্থ হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে ওইদিন বিকেল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠিতব্য “বর্ষবরণ উৎসব” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে কথামালা,সংগীত, নৃত্য, আবৃত্তি , র্যাফেল ড্র ও মেলা।
মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ, গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে।
এছাড়া প্রবাসে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোররা যাতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি অন্তরে ধারণ করে লালনপালন করতে পারে তারই প্রয়াসে শিশু-কিশোরদের অংশগ্রহণে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি রানা কবির ও সাধা
